
নিজস্ব প্রতিবেদন।
ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মুসাকান্দি গ্রামের ৫ নং ওয়ার্ডে সুপারী চুরি করে পারাকে কেন্দ্র করে তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটার দিকে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন, মোফাজ্জল হোসেন পাটোয়ারী (৮০), সালেহা বেগম (৬০) ও মোহাম্মদ লিটন (২৮)। এ ব্যাপারে মোহাম্মদ শাহিন বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-৪৪। আহত মোফাজ্জল হোসেন ও মামলার অভিযোগ থেকে জানাগেছে, মোফাজ্জল এর সুপারি বাগান থেকে হামিদ নামের জনৈক ছেলেকে সুপারি চুরি করতে দেখে মোফাজ্জল বাধা দিলে সে তার দিকে তেরে আসে। এ সময় তাদের দুজনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে হামিদের আত্মীয় মন্নান,শামিম,আজাহার ও কালু মেম্বারসহ মোফাজ্জল কে বেধম পিটিয়ে আহত করে। খবর পেয়ে মোফাজ্জলের স্ত্রী সালেহা ও ছেলে লিটন উদ্ধার করতে আসলে তাদেরকেও লাঠি ও দা দিয়ে আঘাত করে হামিদ ও তার আত্মীয়গণ। পরে ৩ জনকে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। আহত লিটনের অবস্থা এখনো আশঙ্কাজনক । এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় অভিযোগ করলে পুলিশ অভিযুক্ত তিনজনকে আটক করেছে বলে জানা গেছে । ঘটনাস্থলে কালু মেম্বার গংদের সাথে কথা বলার চেষ্টা করলেও কাউকে পাওয়া যায়নি এবং কালু মেম্বারের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে।