
বিশেষ প্রতিনিধিঃ
গতকাল প্রকাশিত মেঘনায় গোলদা চিংড়ি মাছের রেনু পোনা শিকার ও অবৈধভাবে পাচারের নিউজ প্রকাশের ২৪ ঘন্টার মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন প্রশাসন। এরই ধারাবাহিকতায় দৌলতখান উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারেক হাওলাদার ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাহফুজুর হাসনাইনের নেতৃত্ব পরিচালনা করা হয় বিশেষ অভিযান এবং আটক করা হয় বিপুল পরিমাণ গোলদা চিংড়ি মাছের রেনু পোনা। পরে সেগুলো উপজেলা পুকুরে অবমুক্ত করা হয়। রাষ্টীয় সম্পদ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনার জন্য গণমাধ্যম কর্মীদের মাধ্যমে প্রশংসনীয় উদ্যোগের জন্য ধন্যবাদ জানান সাধারণ জনগণ।