
সাংবাদিক ফাতেমা খানম ভোলা।
ভোলা সদর উপজেলার ১২ নং উঃদিঘলদী ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী কামরুল খন্দকারকে মেম্বার পদ থেকে সরে যাওয়ার হুমকির অভিযোগ।
কামরুল খন্দকার জানান, সমাজের কিছু কু’চক্রী মহল আমাকে মেম্বার পদ থেকে অর্থাৎ নমিনেইশন প্রত্যাহার করার জন্য ভিবিন্ন ভাবে হুমকি দিচ্ছে।
৫নং ওয়ার্ডের সাধারন ভোটারগন আমাকে ভাল বেসে তাদের খেদমত করার জন্য আহবান করেন।
আমি তাদের কথা ভেবে এবং তাদের আহবানে সারা দিয়ে মেম্বার পদে নমিনেইশন জমা দেই।
উত্তর দিঘলদী ৫নং ওয়ার্ডে আমার জনসমর্থনের জোয়ার দেখে প্রতিপক্ষ মেম্বার পদ প্রার্থীসহ তার কিছু চামচাগন আমার বিরুদ্ধে এলাকায় কুৎসা রটায় আমাকে প্রকাশ্যে ও মোবাইলে নমিনেইশন প্রত্যাহারের হুমকি দেয়।
আমি অত্র ওয়ার্ডের সাধারন ভোটারদের ভাল বাসার আহবানে তাদের সুখ দুঃখের সাথি হয়ে তাদের খেদমত করার জন্য ভোট করতে মাঠে নেমেছি যত বাধা আসুক এতে আমার মরন হলেও কোন বাধার পরোয়া না করে আগামী ৫ জানুয়ারী পর্যন্ত মাঠে থাকবো ইনশাআল্লাহ।
আমি অত্র ওয়ার্ডের সাধারন ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা হতাশ হবেন না।
আর আপনাদের ভয়ের কোন কারন নেই যার যার স্থান থেকে ভোটের কার্যক্রম করতে থাকেন আমি মাঠে আছি এবং থাকবো আল্লাহর অশেষ রহমতের আশা নিয়ে।
৫ জানুয়ারী সারাদিন ভোট দিয়ে আমাকে অর্থাৎ আপনাদের মনোনীত প্রার্থীকে আপনাদের মুল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে ওই সব কু’চক্রীদের দাত ভাঙ্গা জবাব দিবেন।
আমি প্রশাসন এবং সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দয়া করে ৫ জানুয়ারী ভোটের দিন পর্যন্ত সার্বক্ষণিক দৃষ্টি রাখবেন।
তাহলে আমার ভোটারগন তাদের মুল্যবান ভোট তাদের মনোনীত প্রার্থীকে দিতে পারবে,আমি আপনাদের কাছে চিরকৃতঙ্গ থাকবো।