বাংলাদেশ গড়তে হলে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে” ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান

ভোলা প্রতিনিধি।


শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সবাই কে মিলেমিশে কাজ করতে হবে।
বাংলাদেশ বির্নিমানে যারা কাজ করছি সবাইকে মানুষের কল্যাণে কাজ করতে হবে। যেটা জনকল্যাণের জন্য কাজ সেটাই করতে হবে। আপনাদের যে কোন প্রয়োজনে আমাকে বলবেন।

১৬ আগস্ট বুধবার সকাল সাড়ে ১০টায় বোরহানউদ্দিন উপজেলা মিনায়তনে কর্মকর্তা বৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজনের সাথে মতবিনিময় সভা এ কথাগুলো বলেন সদ্য যোগদানকারী ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান।

তিনি আরও বলেন, এ জেলার মানুষ যাতে শান্তি থাকে সে লক্ষে বিভিন্ন অপরাধ দমনে কাজ করতে চাই।
উপজেলা নির্বাহি অফিসার মো. রায়হান উজ্জামান এর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আহসান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. জসিম উদ্দিন হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াছমিন প্রমূখ।

এসময় আরও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, সাংবাদিক বৃন্দ, শিক্ষক মন্ডলি, ব্যবসায়ী বৃন্দ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *