ঘূর্ণিঝড় “মোখা”র কবল থেকে রক্ষার জন্য সতর্কমূলক বার্তা প্রচারে ইউএনও নওরীন হক


বোরহানউদ্দিন (ভোলা)প্রতিনিধিঃ

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ঘূর্ণিঝড় মোখার কবল থেকে সাধারণ মানুষকে নিরাপদে থাকার জন্য বোরহানউদ্দিন উপজেলার মেঘনার পাড় এলাকা সহ ৬ টি ঝুঁকিপূর্ণ ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন এলাকায় প্রচার প্রচারণা চালাচ্ছেন উপজেলা নির্বাহি অফিসার নওরীন হক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম।
শনিবার দিন ভর উপজেলার ৬ টি ঝুঁকিপূর্ণ ইউনিয়নের মধ্যে হাসান নগর,টবগী,পক্ষিয়া,বড় মানিক, গঙ্গাপুর ও,সাসরা ইউনিয়নের ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলি পরিদর্শন করেন নির্বাহী অফিসার নওরীন হক।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও
বড় মানিকা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার,টবগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন হাওলাদার, পক্ষিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাউদ্দিন সরদার, হাসাননগর ইউপি চেয়ারম্যান আবেদ চৌধুরী, গঙ্গাপুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রিয়াজ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,ফায়ার সার্ভিস, ও রেড ক্রিসেন্ট এর মাঠ কর্মিগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *