মোঃ ফরিদ উদ্দিন ভ্র্যাম্যমান প্রতিনিধি,ভোলা।
বাঙ্গালীর স্বাধীনতার ইতিহাস রচিত হয়েছে যে শ্লোগানে,মুখরিত হল বিশ্ব মানচিত্র আজ তার শির উচ্চের মর্যাদায় আসীন।
১৯৫০ সালের ১লা জানুয়ারী শেখ মুজিবকে গ্রেফতার করার পর তাঁর গ্রেফতারের প্রতিবাদে রাস্তায় নেমে আপামর জনতা। জেলের তালা ভাঙ্গবো,শেখ মুজিবকে আনবো।জয় বাংলা,জয় শেখ মুজিব,ধ্বনিত হতে লাগলো " জয় বাংলা "।
জয় অর্থ সাফল্য আর বাংলা অর্থ বাংলা,অর্থাৎ বাংলার সাফল্য।
জয় বাংলা শ্লোগানকে জাতীয় শ্লোগান করার বিষয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রী সভায় সিদ্ধান্ত গ্রহন করেছে।
মন্ত্রী পরিষদ সচিব ড.খন্দকার আনোয়ারুল ইসলাম জানান,প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চ্যুয়ালি এ বৈঠকে সভাপতিত্ব করেন।
ফলে,মন্ত্রী সভায় সিদ্ধান্ত নিয়েছে, জয় বাংলা জাতীয় শ্লোগান করার।
মন্ত্রী পরিষদ সচিব এক ব্রিফিংয়ে বলেন,সকল সাংবিধানিক পদ সরকারী,বে-সরকারী, অফিসে কর্মরতদের বক্তব্যে জয় বাংলা শ্লোগান দিতে হবে।সকল শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি,সভা-সেমিনারে, সমাবেশে জয় বাংলা শ্লোগান ব্যাবহার করতে হবে।দু'একদিনের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রীপরিষদ বিভাগ। প্রজ্ঞাপন জারির পর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।