ভোলায় শিক্ষক নামের লম্পট বিয়ের প্রলোভনে সর্ব শান্ত করেছে এক কিশোরীকে

নিজস্ব প্রতিবেদন।

দৌলতখান উপজেলার চরপাতা ৮নং ওয়ার্ডের মোতালেবের ছেলে নাইম, তারই চাচাতো বোন শাহিদার সাথে দীর্ঘ ১ বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। এক পর্যায় নাইম শাহিদাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৪ই জানুয়ারী রবিবার রাত অনুমান ২ টার সময় বাড়ী থেকে বাগিয়ে নিয়ে যায়।
শাহিদা জানান,নাইম আমাকে বাংলাবাজার একটি অচেনা বাড়ীতে রাখে সেও আমার সাথে থাকে পরের দিন নাইম আমাকে বিয়ে করার জন্য টাকার প্রয়োজন বলে আমার সাথে থাকা কানের দুল ও একটি আংটি নিয়ে যায়।

যাওয়ার সময় নাইম আমাকে বলে তুমি এখানে থাক আমি স্বর্ন বিক্রী করে দ্রুত চলে আসবো। নাইম চলে যাওয়ার পর আর আসেনি।

তার আসার অপেক্ষা করে সেই বাড়ীর লোকজন আমার বাবার ফোন নাম্বারে ফোন করে বিষয়টি জানান। ঠিক তখনি আমার বাবা স্থানীয় বশির মেম্বারকে নিয়ে আমাকে উদ্ধার করে নিজ বাড়ীতে নিয়ে আসে।
শাহিদা আরো জানান,নাইম দীর্ঘ ১ বছর আমার সাথে সম্পর্ক করে বিয়ের প্রলোভন দেখিয়ে সর্বশান্ত করেছে,আমার সাথে প্রতারনা করেছে আমি এর বিচার চাই।
স্থানীয় বশির মেম্বার জানান,নাইমের পিতার সাথে আমি কথা বলেছি তিনি উক্ত বিষয়ের সমাধান করবেন বলে আশস্ত করেছেন।

এলাকাবাসী জানান,নাইম ছেলেটি লম্পট প্রকৃতির লোক চরপাতা হাইস্কুলে এ্যাজিস্ট্যান্ট টিচার হয়ে কর্ম করেন।শুনেছি সেখানে বিভিন্ন ছাত্রীদের সাথে খারাপ আচরনও করেছেন এই নাইম। আমরাও এই লম্পট নাইমের কঠিন বিচার দাবী করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *