ভোলায় মাদক সম্রাট চান্দুর অত্যাচারের স্বীকার এলাকাবাসী”ধ্বংশ করছে যুব সমাজ


নিজস্ব প্রতিবেদন।

দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ১নং ওয়ার্ডের মৃত আজিজল হকের ছেলে মাদক সম্রাট চান্দু, দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করেন।
তার কাছ থেকে মাদক সেবন করে এলাকার ছাত্র সমাজ,যুব সমাজ ও বিভিন্ন পেশার মানুষ দিন দিন ধ্বংশের দিকে ধাবিত হচ্ছে। মাদক ব্যবসায়ী চান্দুকে কয়েকবার পুলিশ গ্রেপ্তার করলেও ক্ষান্ত হয়নি। জামিনে বের হয়ে চান্দু পুর্বের চেয়ে জোরালো ভাবে চালিয়ে যাচ্ছে তার মাদকের ব্যবসা।
গুইংগার হাট সংলগ্ন পুর্ব পাশে কালাম গংদের ক্রয় করা জমিও বশত ঘর জোরপূর্বক দখল করে সে পরিবার নিয়ে বসবাস করে থাকেন।
মাদক সম্রাট ও সন্ত্রাসী চান্দুর ভয়ে কেহ কিছু বলার সাহস পাচ্ছেনা বলে ভুক্তভোগি কালাম গংরা জানান। এলাকাবাসী ১৩০ সমবেত হয়ে মাদক সম্রাট চান্দুর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।

এলাকার সচেতন জনতা জানান,মাদক ব্যবসায়ী চান্দু সমাজের জন্য জন্য একটি ভাইরাস আমরা চাই সে ভাল ভাবে সমাজে বসবাস করবে।
তা না হলে এলাকা থেকে বিতারিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *