ভোলা প্রতিনিধি।
এই ঘটনায় বিএনপির কর্মী ফিরোজ আহত হয়ে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
হামলার ঘটনায় স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যা ৭ টায় সময় উপ শহর বাংলাবাজার সংলগ্ন খাশের হাটে পান বাজারে খাজনা উঠাতে যায় ফিরোজ এরই মধ্যে দেখতে পান স্থানীয় যুব দল নেতা ইকবাল ব্যবসায়ীদের ব্যবহার করা ঘরের ছাবি দাবী করেন,দায়িত্ব প্রাপ্ত ব্যবসায়ী উক্ত ঘরটি বিএনপির নেতা মনির স্যারের নির্দেষে ব্যবহার করে থাকেন,তিনি মনির স্যারকে জিজ্ঞাসা না করে ছাবি ইকবালকে দিবে না বলে জানান। এনিয়ে ইকবাল তার সাথে কথার বাকবিতন্ডায় জরিয়ে উক্ত ব্যবসায়ীর গায়ে হাত তোলেন। ঠিক ওই সময় ফিরোজ প্রতিদিনের মত খাজনা আদায়ের জন্য আসে এবং ঘটনাটি দেখে বিষয়টি ভিডিও ধারন করার চেষ্টা করে। এসুবাধে ইকবালসহ কয়েকজন মিলে ফিরোজকে এ্যালোপাতারি পিটিয়ে আহত করেন।
ডাকচিৎকার শুনে স্থানীয়রা এসে আহত অবস্থায় ফিরোজকে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।
এ বিষয়ে ফিরোজ জানান, আমি প্রতিদিনের মতো বাজারে খাজনা উঠাতে যাই। ইকবাল ব্যবসায়ীর সাথে দূর ব্যবহার করে এবং তার গায়ে হাত তুলতেছে বিষয়টি আমি ভিডিও ধারন করার চেষ্টা করছি। এসুবাধে ইকবাল তাকে ছেরে দিয়ে ইকবালসহ ১০/১২ জন লোক আমার উপর অতর্কিত হামলা করে।
এ বিষয়ে অভিযুক্ত ইকবালের সাথে যোগাযোগ করলে তিনি জানান,তাদের সাথে আমার একটা বিষয়ে কথার বাকবিতন্ডার ছলে একটু হাতাহাতি হয়।
এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ফিরোজ জানান।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি জানান, আমরা এখনো কোন অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে আমরা অভিযুক্ত কারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।