ভোলায় নেতাকর্মীদের খবর নিতে আলীনগর ইউনিয়নে ছুটে যান বিপ্লব

মোঃ রাফসান জানি, ভোলা প্রতিনিধি।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে রবিবার (১৩ আগস্ট) নেতাকর্মীদের খবর নিতে ভোলা সদর উপজেলার ৮ নং আলীনগর ইউনিয়ন ও ভোলা সদর হাসপাতালে ছুটে যান, ভোলা জেলা আওয়ামী লীগ’র(কর্মী বন্ধু খ্যাত)সাধারণ সম্পাদক মাইনুল হোসাইন বিপ্লব।

আলিনগর ইউনিয়ন আওয়ামী লীগ’র সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সহ-সভাপতি হাবিবুর রহমান দেওয়ান,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাশিম ফকির, সদস্য মন্টু হাওলাদার,সহ-সভাপতি শফিক হাওলাদার, ৫ নং ওয়ার্ড’র সভাপতি ফারুক হাওলাদার, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মহোদয়’র পরিবার’সহ সকল নেতাকর্মীদের ভালো মন্দ খোঁজ খবর নিয়ে তাদের সাথে কৌশল বিনিময় করেন।

ভোলা সদর হাসপাতালে আলীনগর ইউনিয়ন আওয়ামী লীগ’র সদস্য নাছির ও ৭ নং ওয়ার্ড ‘র সাধারন সম্পাদক তরিকুল ইসলাম সেন্টু, অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছে। হাসপাতালে গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করে ও দ্রুত সুস্থতা কামনা করেন (কর্মী বন্ধু খ্যাত) মাইনুল হোসাইন বিপ্লব।

এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামী লীগ’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ভোলা সদর উপজেলা পরিষদ’র ভাইসচেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুস,ভোলা জেলা আওয়ামী লীগ’র শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিক, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগ’র যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ভোলা জেলা আওয়ামী লীগ’র নির্বাহী সদস্য ও আলিনগর ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান বশির আহমেদ, আলিনগর ইউনিয়ন আওয়ামী লীগ’র সভাপতি সেলিম জমাদ্দার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক সেন্টু মিলিটারি’সহ ইউনিয়ন আওয়ামী লীগ’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *