ভোলায় কোস্ট গার্ড দক্ষিণ জোনের উদ্যোগে বিভিন্ন শিক্ষার্থীদের অংশগ্রহণে, মৎস্য সংরক্ষণ কর্মশালা, র‍্যালি ও লিফলেট বিতরণ

ভোলায় কোস্ট গার্ড দক্ষিণ জোনের উদ্যোগে বিভিন্ন শিক্ষার্থীদের অংশগ্রহণে, মৎস্য সংরক্ষণ কর্মশালা, র‍্যালি ও লিফলেট বিতরণ

মোঃ হালিম রানা,প্রতিনিধি।

প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড প্রত্যন্ত উপকূলীয় এবং নদী তীরবর্তী এলাকায় আইন শৃঙ্খলা ও মৎস্য সম্পদ রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

তারই ধারাবাহিকতায়,ভোলায় রবিবার সকালে,বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের উদ্যোগে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে, মৎস্য সংরক্ষণ কর্মশালা, র‍্যালি ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।

এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন মো:নাফিজ অফিসার (অপারেশান্স) কোস্ট গার্ড দক্ষিণ জোন, এবং ভোলা জেলা সহকারী মৎস্য কর্মকর্তা এইচ এম জাকির হোসেন সহ ভোলা সদর পূর্ব ইলিশা নৌ থানার ওসি শাহিন উদ্দিন।

এরপর কোস্ট গার্ড যানবাহন যোগে ইলিশার উদ্দেশ্য বর্ণাঢ্য র‍্যালিসহ যাত্রা শুরু করেন। তারপর ইলিশা পুলিশ ফাড়ির সামনে থেকে পায়ে হেটে বর্ণাঢ্য র‍্যালি শুরু করেন।

পরিশেষে ইলিশা মাছ ঘাট এলাকায় জেলেদের সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *