
আবুল কালাম আজাদ,স্টাফ রিপোর্টার।
ভোলার মেঘনায় ইলিশের প্রজম্ম মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা নদীতে জেলেদের মাছ ধরা অবস্থায়, দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজ হাসনাইন ( ভারপ্রাপ্ত ) কর্মকর্তাসহ যৌথ অভিযান পরিচালনা করে রাত ৯ টা ৩০ মিনিটের সময় মাঝেরচর এলাকা থেকে অবৈধ কারেন্ট জাল ও একটি ডিঙ্গি নৌকা জব্দ করেন। তুলাতুলি মেঘনার পারে প্রায় ৩০০ ফুট কারেন্ট জাল ফুরিয়ে ফেলা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান,ইলিশের প্রজম্ম মৌসুমে সরকার কর্তৃক নদীতে মৎস্য শিকার নিষেধাজ্ঞার আজ তৃতীয় দিন ,উপজেলার মৎস্য কর্মকর্তাসহ আমি মেঘনা নদীতে যৌথ অভিযান পরিচালনা করি।
মাঝেরচর এলাকা থেকে ৩০০ ফুট কারেন্ট জাল ও একটি ডিঙ্গি নৌকা জব্দ করি। আমাদের আসার খবর পেয়ে অন্য সব জেলেরা পালিয়ে যায়। জব্দকৃত জাল ও নৌকা নদীর পাড়ে এনে তুলাতুলি নামক এলাকায় জালগুলো পুড়িয়ে ফেলা হয়। সাংবাদিকের প্রশ্নের জবাবে নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তা জানান, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।