
মোঃ ফরিদ উদ্দিনঃ আজকের দেশবাণী।
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি সহ বিরোধী পক্ষগুলোর প্রধান বিরোধীতার জায়গা দুইটি।
সেগুলো হল ঃ
১/ বর্তমান সরকারের অধীনে নির্বাচন হতে না দেয়া।
১/ ইভিএম বাতিল।
তবে,যে যত কথাই বলুকনা কেন বিএনপি’র ইভিএম বিরোধীতা নিয়ে মোটেও বিচলিত নয় ইসি।
নির্বাচন কমিশনারের পরিস্কার বার্তা ইভিএম এর অভিযোগ থাকলে ইসির সঙ্গে বিএনপির বসতে হবে।
এক সাক্ষাৎকারে নির্বাচন কমিশনার আলমগীর বলেন,যে দলটি নির্বাচনে আসবেন না বলে বেড়ান,সংলাপে আসেননা,যে নির্বাচনেই আসবেননা ভোট ব্যালটে হইল না,ইভিএম এ হইল….?
তিনি আরও বলেন,এই মুহুর্তে ৮০ টি সংসদীয় আসনে ইভিএম এ ভোট করার সক্ষমতা ইসির হয়েছে।
ইসি”র সঙ্গে এক সংলাপে,জাতীয় পার্টিসহ ১৪ টি দল ইভিএম এর বিরুদ্ধে মতামত প্রকাশ করে।
তবে ইসি স্পষ্ট জানিয়ে দিয়েছেন,কোন দল কি বলছে,তার ছেয়েও বড় ফ্যাক্টর ইভিএম এ ভোট কারচুপি বন্ধ করা।
আলমগীর বলেন, সংবিধান ক্ষমতা দিয়েছে,আমাদেরকে নির্বাচন সুষ্ঠ ও গ্রহনযোগ্য করার।
কোন রাজনৈতিক দলকে লোভ দেখিয়ে সন্তুষ্ট করে,অনুরোধ করে,পায়ে ধরে নির্বাচনে আনার ক্ষমতা সংবিধান ইসিকে দেয়নি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সব আসনে ইভিএম এ ভোট হবে,আগামী মাস থেকে সে সব জেলায় হাটে,মাঠে,ঘাটে প্রচারে নামবে নির্বাচন কমিশনার।