বিশেষ প্রতিনিধি।
ঝালকাঠি কাঠালিয়া বড় বানাই গ্রামের মধু তালুকদারের সন্ত্রাসী ছেলে রাজিবের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড টাকা ছিনতাইসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ।
মোঃ বাবুল তালুকদার অভিযোগ করে জানান,আমি ৯ জানুয়ারী দুপুর ২টার সময় রেশনের খাদ্য দ্রব্য নিয়ে আসার পথে সন্ত্রসাী রাজিবসহ ১০/১২ জন সন্ত্রাসী আমার উপর ঝাপিয়ে পরে অতর্কিত হামলা করেন।
আমার ডাকচিৎকার শুনে এলাকার লোকজন দৌড়ে আসলে উক্ত সন্ত্রাসীরা
আমার সাথে থাকা ১ লক্ষ ৩০ হাজার টাকা ও আমার মাথায় থাকা হেলমেট তারা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে চলে যায়।
রাজিবের সহকারী হিসাবে তার সাথে যারা ছিলেন তারা হল।
নজরুল ইসলাম ফোরকান, তিনি একজন মেম্বার বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত।
আতিকুর রহমান পল্লব তিনি একজন জামাত-শিবিরের ক্যাডার।
রফিকুল তালুকদার তিনি ঢাকাতে অবৈধ মাদকের ব্যবসা করেন।মনির তালুকদার,
সালাউদ্দিন তালুকদার, শাহিন,
মঞ্জু খান তিনি ও মাদক ব্যবসা করেন।
প্রিন্স মুন্সি, ফারুক মুন্সি,তারা আমাকে হাত-পা বেঁধে গলায় গামছা জড়িয়ে ফাঁস দিয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করে ৷
বাবুল আরো জানান,সন্ত্রাসী রাজিব আন্ডার মেট্রিক একজন সন্ত্রাসী টাকার বিনিময়ে সাংবাদিকতার কার্ড এনে এলাকার বিভিন্ন জায়গায় সাংবাদিক পরিচয় দিয়ে সে সন্ত্রাসী চাদাবাজী মাদক ব্যবসা ও নারীকেলেংকারীসহ বিভিন্ন অপকর্ম করে বেড়ান। উপরোল্লিখিত নামধারীরা রাজিবের সহকারী হিসাবে কাজ করেন। এসুবাধে তারাও এলাকায় সন্ত্রাসী, চাজাবাজী ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্ম অনায়াসে করে বেড়ায়।
উক্ত সন্ত্রাসীরা সবাই কাঠালিয়া পশ্চিম চেচরি গ্রামেই বসবাস করেন ৷ উক্ত ঘটনায় ঝালকাঠি সদর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে আসামি করে মামলা দায়ের করা হয়।
এব্যাপারে সন্ত্রাসী রাজিব ও তার সহকর্মীদের বক্তব্য জানতে গিয়ে এলাকায় কাউকে খুজে পাওয়া যায়নি।
মোঃ বাবুলসহ উক্ত সন্ত্রাসীদের অত্যাচারের স্বীকার এলাকার ভুক্তভোগীগন রাজিবদের অত্যাচারের হাত থেকে বাচার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।